স্থানীয় সংবাদ

যশোরের বাঘারপাড়ায় পুলিশ পরিচয় দুই সহোদরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে দুই সহোদরের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। গ্রামের পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে এই ডাকাতের ঘটনা ঘটে। পুলিশ পরিচয় ডাকাতদল ঘরের দরজা খুলতে বাধ্য করে। ঘরে ঢুকেই বিশ্বনাথ ও তার ছেলে ব্রজেশ্বরের দুই হাত পেছন দিকে নিয়ে প্লাস্টিকের হ্যান্ডকাপ পরিয়ে আটকে ফেলে। এরপর বিশ্বনাথের স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে অস্ত্রের মুখে জিম্বি করে আলমারির চাবি নিয়ে তল্লাশীর নামে দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র এবং বাড়ির পারিবারিক মন্দিরের মধ্যে থাকা বিভিন্ন পূজার স্থান ওলোট পালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে দুই সহোদরের বাড়িতে ডাকাতি চলে।
শনিবার ৪ জানুয়ারী ভোরে ডাকাতদল ওই বাড়িতে গিয়ে দরজা নক করে। এ সময় কারা জানতে চাইলে তারা বলে আমরা থানা থেকে এসেছি। বাড়ির মালিক বিশ্বনাথ বলেন-আপনারা সকালে আসেন। এ সময় ডাকাত দলের সদস্যরা বলেন-আমাদের কাছে খবর আছে চট্টগ্রামের একদল লোক অস্ত্র নিয়ে আপনাদের ঘরে অবস্থান নিয়েছে। আমরা ঘর সার্চ করেই চলে যাবো। কিন্তু বাড়ি মালিক দরজা খুলতে রাজি না হওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে পশুপতি দেবনাথ দরজা খুলে দেন।
পশুপতি জানান, শনিবার ভোর সোয়া ৪ টার দিকে ৬টি মোটরসাইকেলে করে ২৫ থেকে ৪০ বছর বয়সী ১২ থেকে ১৪ জন লোক তাঁদের বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে পড়ে। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকবে হুমকি দেয়ায় ভয়ে তিনি দরজা খুলে দেন।
বিশ্বনাথ দেবনাথ বলেন-তাঁদের কয়েকজনের গায়ে ডিবি পুলিশের কটি সাদৃশ্য পোশাক ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভি-ব্লু জ্যাকেটের মতো দেখতে জ্যাকেট ছিল। কটি ও জ্যাকেটের পেছনে কিছু লেখা ছিল না। সবার পরনে সাধারণ প্যান্ট ছিল। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস সেট ছিলো।
তাঁরা দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র এবং বাড়ির পারিবারিক মন্দিরের মধ্যে থাকা বিভিন্ন পূজার উপকরণ ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতি চলে।
এ সময় পুলিশ পরিচয় ডাকাত দল তার সহোদর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন এবং পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, একটি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এবং পশুপতি দেবনাথের ছেলে দেবপ্রসাদ দেবনাথের (৪৩) মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায়। ডাকাতি শেষে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। দেবপ্রসাদ দেবনাথ বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করবো।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, এরআগে গত ২২ডিসেম্বর যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মহিনুদ্দিন নামে এক অনলাইন ব্যাংকিং ব্যবসায়ীর কাছ থেকে চার পাঁচটি মোবাইল ও প্রায় ৫০ হাজার টাকা পুলিশ পরিচয় দিয়ে যশোর নড়াইল সড়কের ছাতিয়ান তলায় ইটভাটার কাছ থেকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় মইনুদ্দিন যশোরের বাঘারপাড়া থানায় অভিযোগ দিল আজও পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ২৮ ডিসেম্বর ধুপখালী গ্রামে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ খোকনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। ২৬ ডিসেম্বর ছাতিয়ানতলা বাজারে গ্রামীণ হাটবাজার মার্কেটের সোলার ব্যাটারি, আইপিএস ও সাব মার্সিবল পাম্প চুরি হয়ে যায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button