স্থানীয় সংবাদ

যশোরে মাহফিল দেখতে এসে অনেক নারীর স্বর্ণ অলংকার খোয়া গেছে : আটক দুই নারী

যশোর ব্যুরো ঃ যশোরের পুলেরহাটে তিনদিন ব্যাপী মাহফিল দেখতে এসে সোনার গহনা খুইয়েছেন অনেক নারী। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার পুলিশ কয়েকজন নারীকে চোর সন্দেহে আটক করলেও স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি। তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন ৩ জানুয়ারী শুক্রবার রাতে প্রচন্ড ভিড়ের কারণে সদর উপজেলার দৌলতদিহি গ্রামের ওয়াদুদের স্ত্রী রাহেলা বেগমের দশ আনা সোনার চেন যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বিজিবি সদস্য নজরুল ইসলাম মলি¬কের স্ত্রী রঞ্জু আরা বেগমের (৫০) আটা না ওজনের সোনার চেইন খোয়া যায়। এভাবে বেশ অনেক নারীর স্বর্ণালংকার খোয়ার ঘটনায় ছয় জন নারী চোর সন্দেহে জনতার সহায়তায় যশোর পুলিশ আটক করলেও খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়নি। অনেক নারীর স্বর্ণালংকার খোয়া গেলেও যশোর কোতোয়ালী থানায় অভিযোগ করতে আসেনি।
যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন বলেন অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। কয়েকজনকে সন্দেহজনক ভাবে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ সেখান থেকে সন্দেহভাজন দুই নারীকে আটক করেছে।এরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার বাগাসোরা গ্রামের সজীব হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪৫) এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরাবাদ উপজেলার ধরমন্ডল গ্রামের দুলালের মেয়ে মিনারা আক্তার মীম (১৯)।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button