ফুলবাড়িগেটে খুলনা মেট্রোপলিটন পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ফুলবাড়ি গেট জনতা মার্কেট চত্বরে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিকাল ৪টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির উপ পুলিশ কমিশনার (উওর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, খানজাহান আলী থানার এসআই মোঃ জয় আহমেদ,এসআই আলমগীর হোসেন পিএসআই আলরাহাত । সুধী সমাবেশে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন,কেসিসি ২ নংওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচউদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আজমল হোসেন মুন্সী আব্দুর রহমান, নাজিউর রহমান নজরুল, হুমায়ুন কবির বিল্লাল, মিদৃল ইসলাম, মামুন হোসেন, ছাত্রনেতা সিয়াম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন পুলিশের প্রতি জনগণের যেমন প্রত্যাশা জনগণের প্রতি ও পুলিশে তেমন প্রত্যাশা রয়েছে। পুলিশ ও জনগণের প্রত্যাশা সমন্বয় হলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। সমাজ থেকে মাদক, দুর্নীতি, চুরি, কিশোরগ্যাংসহ সমস্ত অপরাধ অপকর্ম নির্মূল করা সম্ভব জনগণ যদি পুলিশের সাথে মিলেকাজ করে। তিনি আরো বলেন বর্তমান পুলিশ জনবান্ধব এবং কেউ কোন তথ্য দিলে তার নিরাপত্তার কথা বিবেচনা করে তথ্য দানকারীর পরিচয় সম্পুর্ন গোপন রাখা হবে।