স্থানীয় সংবাদ

খুলনায় মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ১টি সিট এর জন্য ২৫ জন শিক্ষার্থীর লড়াই

স্টাফ রিপোর্টার : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৭ জানুয়ারি)। সকাল দশটা থেকে খুলনা সহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। খুলনা মেডিকেল কলেজ সহ মোট ৩ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবার এমবিবিএসে ভর্তির জন্য ৫৩৮০ আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী।অর্থাৎ প্রতি সীটের জন্য লড়াই করছে ২৫ জন শিক্ষার্থী। সকাল হতেই মেডিকেলের পরীক্ষা কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড় দেখা যায়। পরীক্ষার্থীদের সকল সমস্যা এড়াতে এবং যানজন নিরসনে কঠোর ভূমিকায় প্রশাসন। পরীক্ষা দিতে আসা অভিভাবকরা সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। উল্লেখ্য মেডিকেল প্রশ্নফাঁস এড়াতে সপ্তাহব্যাপী প্রশাসনের চিরুনী অভিযান চলে।স্বাস্থ্য মন্ত্রানালয়ের বিজ্ঞপ্তিতে আগামী ১৯ অথবা ২০ জানুয়ারী ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button