স্থানীয় সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ যশোরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারন করে বিভিন্ন স্থানে প্রচার করে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলায় আসামি করা হয় সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের মেম্বার কায়েম হোসেন দিপুকে (৩২)। তিনি ক্ষিতিবদিয়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে। প্রবাসী উল্লেখ করেছেন তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন। বিদেশে থাকাকালীন তার স্ত্রীকে নানা ভাবে ফুসলায়তো মেম্বার দিপু। তার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে নোংরা ছবি পাঠাত। তাকে নানা ভাবে কু প্রস্তাব দিতো। তার স্ত্রী রাজি না হওয়ায় তার নামে নানা অপপ্রচার শুরু করে। বিষয়টি তাকে জানালে তিনি দেশে ফিরে এসে এর সমাধান করবে বলে স্ত্রীকে জানিয়ে রাখেন। ২০২৩ সালে ৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রী ঘরে ঘুমাতে যায়। সে সময় অস্ত্র নিয়ে দিপু তার স্ত্রীর ঘরে ঢোকে এবং বাইরে আরো ৪/৫ জনকে পাহারার জন্য দাড় করিয়ে রাখে। অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে। এবং ওই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করে। তার স্ত্রী চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসলে দিপু দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ভিডিও দেখিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। তিনি বাড়িতে এসে বিষয়টি শুনে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে তিনি আদালতে গত ৫ জানুয়ারি পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button