স্থানীয় সংবাদ

খালিশপুরে মাদক মামলায় তিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘ দিন পলাতক থাকা মাদক মামলার তিনজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে। কেএমপি’র খালিশপুর থানা পুলিশ ১৮ জানুয়ারি বিকালে পিপলস গোলচত্ত্বর এলাকা থেকে জিআর-৪৪৯/২০১৯, খালিশপুর-৩১(১১)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/১৯(ক) এর পরোয়ানাভূক্ত ৯ মাস করাদন্ড এবং ৬০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী হুমাউন বিশ্বাসকেগ্রেফতার করেছে। সে পিপলস রোড নিউ কলোনীর বাসিন্দা ওহিদার বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে খালিশপুর থানা পুলিশ ১৮ জানুয়ারি দুপুরে নয়াবাটি এলাকা থেকে জিআর-৩৪০/২০, খালিশপুর-০১(১২)২০, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/১৯(ক) এর পরোয়ানাভূক্ত ১ বছর ২ মাস করাদন্ড এবং ৬০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ সপ্তাহ বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী বাবু ওরফে পয়েন্ট বাবুকে গ্রেফতার করেছে। সে খালিশপুর বঙ্গবাসি মোড়ের মনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে খালিশপুর থানা পুলিশ ১৮ জানুয়ারি রাতে আড়ংঘাটা থানাধীন রংপুর এলাকা থেকে জিআর-১৬১/১৭(ফুলতলা), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেঃ ৭(ক) পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফরহাদ হাওলাদারকে গ্রেফতার করেছে। সে কাশিপুর বাংলার মোড় নতুন হাউজিং এস্টেট-এর বাসিন্দা সাত্তার হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button