স্থানীয় সংবাদ

সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে দেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে -মিয়া গোলাম পরওয়ার

# শিরোমনিতে ইসলামিক সেন্টারের বহুতল ভবন নির্মাান কাজের উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হবে শিরোমনি ইসলামিক সেন্টার । এর মূল লক্ষ্য হতে হবে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এ এলাকার যুব সমাজকে বই পড়ার মনোযোগী করে গড়ে তোলা, আর যুব সমাজকে নৈতিক ভাবে গড়ে তুলবে ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে দেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব ।গতকাল সকাল সাড়ে ৭ টায় শিরোমনিতে ইসলামিক সেন্টারের বহুতল ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম,খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, মিয়া মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গির হোসেন, শেখ আবজাল হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, ইজ্ঞিনিয়ার শেখ রেজাউল ইসলাম , তাজুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button