নগরীতে মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারাবরী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, খালিশপুর থানা পুলিশ ১৯ জানুয়ারি সকালে বাস্তহারা এলাকা থেকে রবিউল খন্দকার (২০) ও আলামিন মোল্লা (২৮) নামের দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদেরকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে আড়ংঘাটা থানা পুলিশ ১৯ জানুয়ারি রাতে তেলিগাতী বুচিতলা এলাকা থেকে মুন্সি জামিরুল (৫৪) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্য দিকে দৌলতপুর থানা পুলিশ ১৯ জানুয়ারি বিকালে দৌলতপুর বাজার থেকে পিন্টু হাওলাদার (৪০) ও মোঃ খোকন (৪২) নামের দু’ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদেরকে ১১ লিটার চোলাই মদসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া খালিশপুর থানা পুলিশ ১৯ জানুয়ারি রাতে বিআইডিসি রোড থেকে পারভেজ (৩০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


