স্থানীয় সংবাদ

খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ

# খুবি উপাচার্যের সাথে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। এ সময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান। কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং কেডিএ যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা সবিশেষ ভূমিকা রাখতে পারে। এসময় উপাচার্য খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি, আন্তঃবিভাগীয় সমন্বয়, কেডিএ’র গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালুর জন্য আহ্বান জানান। এছাড়াও উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান খালসমূহ অবমুক্তকরণে কেডিএর সহযোগিতা কামনা করেন। একই সাথে খুলনার উন্নয়নে অতীতের ন্যায় কেডিএর প্রত্যাশিত যেকোনো বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন। উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেডিএ’র সচিব মোঃ বদিউজ্জামান উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button