স্থানীয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কেএমপি কমিশনারের সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে খুলনা মেট্রোপলিটন কার্যালয়ে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার -এর সঙ্গে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আরাফাত হোসেন মিলন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়ক, অভ্যন্তরীণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা শক্তিশালীকরণ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। খুলনা সিটি কর্পোরেশনে চলমান সংকট নিরসনে ছাত্রশিবিরের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন সুপারিশ গ্রহণ করে মাননীয় পুলিশ কমিশনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় শেষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ নববর্ষের প্রকাশনা উপহার হিসেবে প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button