স্থানীয় সংবাদ

বাগেরহাটে রেশন স্টোরের ওজনকারীর বাড়িতে ডাকাতির চেষ্টা : ডাকাত দলের হামলায় ২ জন আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পল্লীতে পুলিশের রেশন স্টোরের ওজনকারী লিটন হোসেনের বাড়িতে ভোর রাতে ডাকাতির চেষ্টা হয়েছে । সশস্ত্র ডাকাত দলের হামলায় লিটন শেখ ও তার স্কুলে পড়া ছেলে শেখ নাঈম আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় লিটন শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার ভোর রাতের দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহষ্পতিবার সকালেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। লিটন শেখ বাগেরহাট পুলিশ লাইনের রেশন স্টোরের ওজনকারী হিসাবে দায়িত্বে রয়েছেন। বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধিন লিটন সেখ ও তার ছেলে নাইম বলেন, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাবা লিটনের দুই হাত রক্তাক্ত জখম হয়েছে। আমার কোমরে আঘাত পেয়েছি। বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে ৭/৮ জনের মুখোস পরা একদল ডাকাত বাড়ির প্রধান ফটক ভাঙ্গার চেষ্টা করলে শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় ঘরের ভিতরে থাকা সবাই আমরা উঠে পড়ি। ডাকাত দল প্রথমে ঘরের সামনের লোহার ক্লপসিপল গেটের তালা ভাঙ্গতে না পেরে পেছনের কাঠের দরজা ভেঙ্গে ধারালো অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে নানা ভয়ভীতি দেখায় এবং কাউকে চিৎকার না করে স্বর্ণালংকার, নগদ টাকা বের করে দিতে হুমকি দিতে থাকে। আমাদের ঘরের লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন জেগে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় ডাকাত দল ঘরের মালামাল লুট করতে না পেরে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে লিটন শেখ ও ছেলে নাইম কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে ২টি ককটেল ফাটিয়ে চলে যায়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ- উল- হ্সাান বলেন, বৃহষ্পতিবার ভোর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামে একদল দুর্বৃত্ত কমপক্ষে ৩টি বাড়িতে হানা দেয় বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে পুলিশের রেশন স্টোরের ওজন পরিমাপক লিটন হোসেনের বাড়ির ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে লিটনের উপর হামলা করেছে। তবে তারা কোন মালামাল নিতে পারেনি। হামলায় লিটন ও তার ছেলে নাঈম আহত হয়েছেন। লিটনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে দুবৃর্ত্তদের খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ভোররাতে কাড়াপাড়া এলাকার শিবুপদ শিউলী নামের এক কৃষকের বাড়ীর গোয়াল থেকে ৯টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button