যশোরের ২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার : এলাকায় স্বস্তি

যশোর ব্যুরো ঃ হত্যা,অস্ত্র,বিস্ফোরক দাঙ্গা হাঙ্গামাসহ ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে বৃহস্পতিবার ২০ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র, বিস্ফোরকসহ ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। আটক ভাইপো রাকিব ওরফে কাজী রাকিব রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে। ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপো রাকিব এলাকায় ফিরেছে। এরপর অভিযান চালিয়ে তাকে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি খুন,৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, ২টি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় রাকিব গুলিবিদ্ধ হন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার শিকার হন। শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তারের খবর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে এর সত্যতা সম্পর্কে খোঁজ খবর নেন। স্বস্তি ফিরে পান এলাকার লোকজন।