স্থানীয় সংবাদ

যশোর ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন : পুরস্কৃত করলেন পুলিশ সুপার

যশোর ব্যুরো ঃ যশোর শহরতলীর ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় যাত্রীবাহী ট্রেনের সাথে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সময় উপযোগী ও দ্রুত পদক্ষেপে স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার রওনক জাহান দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন।৩০ এপ্রিল সকালে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির অংশ হিসেবে টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম ধর্মতলা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে জানান, কাছের একটি রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা লাইনম্যান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, লাইনম্যান জ্বরাক্রান্ত অবস্থায় কাঁপছেন এবং দায়িত্ব পালনে অক্ষম। তারা তাৎক্ষণিকভাবে তাকে রিকশায় করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন।ঠিক তখনই তারা জানতে পারেন, কাছেই একটি যাত্রীবাহী ট্রেন আসছে। বিপদের আশঙ্কা করে কনস্টেবল শরিফুল নিজ উদ্যোগে রেলগেটের লাইন নামিয়ে দেন। এতে যাত্রীবাহী ট্রেনটি নিরাপদে পার হতে সক্ষম হয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সামাজিক মাধ্যমে বিষয়টি শেয়ার করলে ব্যাপক প্রশংসা পান ওই দুই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশ সুপার রওনক জাহানের নজরে এলে তিনি ১২ মে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিএসআই কবিরুল ও কনস্টেবল শরিফুলকে পুরস্কৃত করেন।
পুলিশ সুপার বলেন, “এই ধরনের কাজ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তাদের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছে। এই পুরস্কার তারা অবশ্যই প্রাপ্য।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মাফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button