রূপসায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রূপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জন গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলো- রূপসা থানাধীন বাগমারা এলাকার মোঃ পারভেজ, রাতুল ও মোঃ মাসুদ। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। রূপসা থানা পুলিশ জানায়, গত রোববার মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মোঃ পারভেজ, রাতুল ও মোঃ মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা তাঁর হাত-পা বেঁধে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে ৩ জন ধর্ষণ করে।পরে গত সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে তাঁর স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই ৩ জন এ ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে রূপসা থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ।