জাতীয় সংবাদ

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মাসুদ রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতার মাসুদ রানা জেলার আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য। গতকাল রোববার সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পাশে বিনশাড়া এলাকায় সড়কে ৮/১০ জন দুর্বৃত্ত এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল রোববার সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনানসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০/৩৫ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন। মেজর সাদিক বলেন, ‘র‌্যাব-৫ জয়পুরহাটের একটি অপারেশন টিম ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাসুদ রানাকে ঘটনার দুই ঘণ্টার মধ্যে সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button