জাতীয় সংবাদ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত : নিহত ১

দুর্বৃত্তরা লাইন কেটে রাখায় এত বড় দুর্ঘটনা

প্রবাহ রিপোর্ট : গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দশজন। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসলাম। তিনি একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, গতকাল বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছু দূর যাওয়ার পর পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরও বলেন, আমরা শুনেছি, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ট্রেনচালক আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। তারা হলেন- এমদাদুল হক আহমেদ (৫৮) ও সবুজ মিয়া (৩২)। আহত এমদাদুল হকের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেলিমপুর গ্রামে। বর্তমানে সবুজবাগ মধ্য বাসাবোয় থাকেন তিনি। অন্যদিকে সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌড়িপুর থানার মাওহা গ্রামে। বর্তমানে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসব তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গাজীপুর থেকে ট্রেন দুর্ঘটনায় দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। এদের মধ্যে এমদাদুলের বাম পা ও কোমড়ে আঘাত রয়েছে। এবং সবুজের চোখের উপরে ও বাম হাতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আহত চালক এমদাদুল হক জানান, তিনি নিজে ট্রেনচালক, সবুজ তার সহকারী। রাতে মোহনগঞ্জ থেকে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ চালিয়ে ঢাকা কমলাপুর স্টেশনে আসছিলেন তারা। গাজীপুর ভাওয়াল স্টেশন পার হয়ে এলে ট্রেন লাইনচ্যুত হয়। এতে তারা আহত হন। তিনি আরও জানান, দুর্বৃত্তরা রেললাইনের পাত কেটে রেখেছিল। যে কারণে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তাদের সহকর্মী মো. ফারুক হোসেন জানান, আহত হওয়ার পর তাদের দুজনকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের দুজনকে ঢাকা রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button