মিয়ানমার থেকে আসা গোলায় বান্দরবানে নিহত ২
প্রবাহ রিপোর্ট : মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপার থেকে আসা গোলায় এক বাংলাদেশি নারীসহ দুইজনের প্রাণ গেছে। গতকাল সোমবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল মান্নান জানান, নিহত নারীর নাম হোসনে আরা বেগম, বয়স ৫৫ বছর। অন্যজন রোহিঙ্গা পুরুষ, তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারুর ইসলাম বলেন, সীমান্তের ওপার থেকে আসা গোলায় হোসনে আরা মারা যান। তখন তিনি ঘরে বসে দুপুরে ভাত খাচ্ছিলেন। নিহত অপরজন রোহিঙ্গা এক বৃদ্ধ। ঘুমধুম এলাকায় সীমান্তের ওপারে গত রোববার ভোর থেকে কখনও থেমে থেমে, কখনও লাগাতার গোলাগুলি চলছে। সীমান্তেও ওপারে ঢেঁকিবনিয়ায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি ক্যাম্পে আগুন জ¦লতে দেখা গেছে। সীমান্তের মিয়ানমার অংশে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। সীমান্তের বাংলাদেশ অংশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।