জাতীয় সংবাদ

নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে ভোক্তাদের সজাগ হওয়ার আহ্বান

প্রবাহ রিপোর্ট : পবিত্র রমজান মাসেও সিন্ডিকেটের কারণে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে বাজার করতে গিয়ে দিশেহারা অবস্থা সাধারণ ক্রেতাদের। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট রুখতে ভোক্তাদের সজাগ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক ফাউন্ডেশন ও জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জাল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য ভোক্তার মৌলিক অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠন দুটির নেতারা এই আহ্বান জানান। ‘কৃষক ঠকে মাঠে, ভোক্তারা ঠকে হাটে, রুখো সিন্ডিকেট, বাঁচাও কৃষক, বাঁচাও ভোক্তা, জাগো জনতা’ প্রতিপাদ্য নিয়ে যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক ফাউন্ডেশন ও জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। জাতীয় নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। এতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ, জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ্ সিকদার, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, নজরুল গবেষক প্রফেসর ড. শহীদ মনজু, জাতীয় মুক্তিজোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসেও মধ্যবিত্তসহ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে পাগল প্রায়। তেল, আলু, পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ, সবজি, চিনি, খেজুরসহ নিত্য ভোগ্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ভোক্তাদের আজ ত্রাহী ত্রাহী অবস্থা। সবার প্রশ্ন কে রুখবে সিন্ডিকেট? এরাকি সরকারের চেয়েও শক্তিশালী? নাকি সর্ষের মাঝেই ভূত রয়েছে? প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়লেও সাধারণ মানুষের আয় ও বেতন মোটেই বাড়েনি। মানুষ ন্যায্যমূল্যে আলু, ডিম, পেঁয়াজ খাওয়ার নিশ্চয়তা চায়। তারা আরো বলেন, গত দুই বছরে সারা বিশ্বে খাদ্য পণ্যের দাম নি¤œমুখী। অথচ সিন্ডিকেটের কারণে বাংলাদেশে ভোগ্য পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এই সিন্ডিকেটের কারণে সরকারের অনেক অর্জন ম্লান হতে চলেছে। জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াস করছে এই সিন্ডিকেট। এদের রুখতে হবে। এ জন্য জনগণকে সজাগ হতে হবে। পাশাপাশি এই সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button