জাতীয় সংবাদ
আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আগামী শুক্রবারের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি জানান, শুক্রবার বিকাল ৩টায় সমাবেশের কর্মসূচি দেওয়া হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে। এর আগে গত রোববার রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।