জাতীয় সংবাদ

গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত : আহত ১১

এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে ২৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে

প্রবাহ রিপোর্ট ঃ অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত তিন সেনা ইসরায়েলের রিজার্ভ ফোর্সের ৯৯তম ডিভিশনের সদস্য। তারা নেতজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে। একই ঘটনায় আরো ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেয়া হয়। আর বাকিদেরকে রণাঙ্গনে বসেই চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা নেতজারিমে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে ২৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button