জাতীয় সংবাদ
নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

প্রবাহ রিপোর্ট : মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার যৌথ সভা শেষে নয়াপল্টনর সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে।