ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রবাহ রিপোর্ট : সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে অন্তত ১৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এর আগে জুমার নামাজের পর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে। এ সময় সড়কটিতে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।