জাতীয় সংবাদ

পোশাক কারখানা খুলবে আজ

প্রবাহ রিপোর্ট : দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুললেও তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে আজ বুধবার থেকে কারখানা খুলতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত এক জরুরি সভায় এসব কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী এক বার্তায় সদস্য কারখানাগুলোকে বলেন, বুধবার থেকে আপনার শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা নিন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানাচ্ছি। এর আগে বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন বলেছিলেন, পরিস্থিতি ভালো। মনে হচ্ছে কাল কারখানা খোলা যাবে। এমন চিন্তাভাবনা আমরাও করছি। সিনিয়র নেতাদের নিয়ে আজ আমরা বসবো। তিনি বলেন, আমাদের অনেক ক্ষতি হয়েছে এ কয়েকদিনে। কিন্তু রপ্তানিতো বন্ধ রাখা যাবে না। তারপরও নিরাপত্তার স্বার্থে আজ (গতকাল মঙ্গলবার) খুলতে পারিনি। এটাও ক্ষতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button