জাতীয় সংবাদ
ভারতের ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতের সব ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। এছাড়া আবেদন করার পরবর্তী তারিখ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।