জাতীয় সংবাদ

জুলাই বিপ্লবের ছবি ও ভিডিও চাইছে তথ্য অধিদপ্তর

প্রবাহ রিপোর্ট : জুলাই-অগাস্টে যে গণঅভ্যুত্থানে টানা দেড় দশকের বেশি সময় ধরে দেশ শাসন করা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের নানা ঘটনাপ্রবাহের স্থিরচিত্র ও ভিডিও সংগ্রহে রাখতে চাইছে অন্তর্বর্তী সরকার। তথ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার এক বিবরণীতে জানিয়েছে, এসব ছবি ও ভিডিও পেতে ঢ়রফলঁষু২০২৪@মসধরষ.পড়স ঠিকানার একটি ইমেইল খোলা হয়েছে। আগ্রহীরা চাইলে এই ঠিকানায় আন্দোলনের ছবি ও ভিডিও পাঠাতে পারেন। তথ্য অধিদপ্তর বলছে, “জুলাই-আগস্টে সাড়া জাগানো ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর। “আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।” সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে ছাত্র আন্দোলন শুরু হয়, তা তীব্র আকার ধারণ করে ১৫ জুলাইয়ের পর। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সেদিন দেশের বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন। আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতা ও মৃত্যু, কোটা বিরোধী আন্দোলন জুলাইয়ের শেষে রূপ নেয় এক দফা সরকার পতনের আন্দোলনে। এই এক দফা দাবিতে তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার এই আন্দোলনে আহত-নিহতদের তালিকা তৈরি করছে। এ ছাড়া এই আন্দোলেন সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা দায়ের বা গ্রেপ্তার ও হয়রানি না করারও সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button