জাতীয় সংবাদ

গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগে সড়ক অবরোধ

প্রবাহ রিপোর্ট ঃ বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। চিকিৎসাধীন আহত রাকিবুল বলেন, আমি চট্টগ্রামে আন্দোলনের সময় আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতল পরিচালকের পদত্যাগ চাই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস বলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button