জাতীয় সংবাদ

দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

প্রবাহ রিপোর্ট : যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে আসা রান্না করা খাবার হাসপাতালে খাচ্ছেন তিনি। চিকিৎসক সূত্রে জানা গেছে, সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। তখন বাসায় রেখেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। এদিন স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নিয়ে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা দীর্ঘসময় হাসপাতালে খালেদা জিয়ার শয্যা পাশে অবস্থান করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এদিন স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আরও দুই দিনের মধ্যে খালেদা জিয়ার সব টেস্টের রিপোর্ট ডাক্তারদের হাতে পৌঁছাবে। এখনও বড়দিনের পর নতুন বছরের ছুটিতে রয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারাও ছুটি শেষে খালেদা জিয়াকে দেখবেন। লন্ডনে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তিন নাতনির সঙ্গ পেয়ে খালেদা জিয়ার একাকীত্ব অনেকটা কেটে গেছে বলেও মন্তব্য করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। উল্লেখ্য. ‘দ্য লন্ডন ক্লিনিক’–এর ডাক্তার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button