ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
প্রবাহ রিপোর্ট ঃ বার গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন দেয়। এর ফলে আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এখনও কাজ বাকি আছে। এবার দরকার পড়বে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভার অনুমোদন। সেখানে উতরে গেলে আগামী রবিবার থেকেই চুুক্তিটি কার্যকর হতে পারে। যুদ্ধবিরতি চুক্তিটি তিন ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের। এ সময় ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে।