জাতীয় সংবাদ

মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রবাহ রিপোর্ট ঃ মাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির জের ধরে সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫/৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজারে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিত-া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আহমদ গণমাধ্যমকে বলেন, মাছ বিক্রি নিয়ে বাকবিত-ার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button