ফের লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

প্রবাহ রিপোর্ট : সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে গতকাল সোমবার সকাল ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। এ নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, দহগ্রাম সর্দারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে গতকাল সোমবার সকাল থেকে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করতে থাকে। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দেয়। একপর্যায়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, বিএসএফ কয়েকদিন পর পর জিরো লাইনে এসে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে আমরা সীমান্তবাসী আতঙ্কে থাকি। নিজের জমিতে যেতে ভয় পাই। বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে। পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে এক অফিসারকে পাঠানো হয়েছে। তিনি এলেই বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে জানতে ৫১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনের মোবাইল একাধিকবার কল দিলে সাড়া মেলেনি।