অধিনায়কের নাম ঘোষণা কলকাতার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়া লিগে (আইপিএল) ইনজুরির কারণে গত মৌসুমে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। সেবার কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। ইনজুরি কাঁটিয়ে এবার দলে ফিরছেন আইয়ার। আর তাই আইপিএল শুরুর চার মাস আগে অধিনায়ক হিসেবে আইয়ারের নাম ঘোষণা কলকাতা। বৃহস্পতিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কেকেআরের প্রধান নির্বাহী বেঙ্কি মাইসোর। সেইসঙ্গে আসন্ন আইপিএলে সহ-অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণা করেন তিনি। বেঙ্কি বলেন, ‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়াস আইয়ার। এটা দুর্ভাগ্যজনক। তবে এবার সে খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছেন শ্রেয়াস। যেভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়াসের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’ নীতীশ রানার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত বার নীতীশকে হঠাৎ করে দলের দায়িত্ব নিতে হয়েছিল। সেটা মোটেই সহজ কাজ ছিল না। নীতীশ নিজের দায়িত্ব খুব ভাল ভাবে সামলেছে। তাই এই মৌসুমে নীতীশই দলের সহ-অধিনায়ক। ও সব সময় শ্রেয়াসকে সাহায্য করতে পারবে।’