এবার পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমালোচনায় ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম দেশটির জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বড় টুর্নামেন্ট এবং সিরিজে তাদের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ‘ফিটনেস’। পাকিস্তানের ক্রিকেটারদের ফিটেনেসের এই সমস্যাটি সম্পর্কে অকপটে কথা বলেছেন, এই সমস্যাটি বেশ কয়েক বছর ধরে স্পষ্ট ছিল। বর্তমান দলের ভেতরের খবর তার জানা না থাকলেও ওয়াসিম বলেন, দলটির ক্রিকেটাররা আগে থেকেই ফিটনেসের ব্যাপারে উদাসীন। ওয়াসিম বলেন, ‘আমি এখন এটা নিয়ে বেশি কথা বলি না। এখন আমার কাছে দলের ভেতরের খবরও নেই। কিন্তু আমি দুই বছর আগে শুনেছিলাম, এই ক্রিকেটাররা ফিটনেসকে গুরুত্ব দেয় না।’ এই বছরই অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস অন্যান্য দলের চেয়ে অনেক পিছিয়ে ছিল বলে সমালোচনা করেন ওয়াসিম। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি যদি দেখি, বিশ্বকাপে সবাই দেখেছে আমাদের দলের ক্রিকেটারদের ফিটনেস আসলে কেমন ছিল।’ এই সময় ওয়াসিম বলেন যে বর্তমানে যদি তিনি খেলোয়াড় হতেন, ফিটনেস নিয়ে আরো সতর্ক থাকতেন, ‘আমি যদি এখন ক্রিকেট খেলতাম, তাহলে ফিটনেসের ব্যাপারে আমি অনেক জ্ঞান রাখতাম। বর্তমান যুগে এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক।’ খেলোয়াড়ি জীবনে কীভাবে সুস্থ থাকতেন তাও অকপটে স্বীকার করেন তিনি, ‘আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন ফিটনেস নিয়ে এত কথা ছিল না। তখন আমরা খুব বেশি জানতামও না। তাই আমরা আমাদের সিনিয়র, ইমরান খান, জাভেদ মিঁয়াদাদদের অনুসরণ করতাম। তারা যা করতেন, আমরাও তাই করতাম।’