খেলাধুলা

দীর্ঘ এক যুগ পর পাপনের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক : পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন সত্যি করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথচলা শেষ হলো নাজমুল হাসানের। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর থেকে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাজমুল হাসান পাপন। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। গত মাসে শুরু হওয়া কোটা সংস্কার ঘিরে দেশব্যাপী আন্দোলন গড়ানোর পর রক্তক্ষয়ী সংঘাতে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তী আন্দোলন গড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। গত ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে বিসিবি সভাপতি পাপন। এরইমধ্যে পদত্যাগ করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমটির চেয়ারম্যান জালাল ইউনুস। বুধবার বিসিবির বিশেষ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন পাপন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button