বিসিবির নতুন সভাপতি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক : বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক ফারুক আহমেদ। সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নতুন সভাপতি করা হয়েছে ফারুককে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় লেগেছে পরিবর্তনের সুর। সেই পরিবর্তনের হাওয়া বিসিবিতেও লেগেছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে বিসিবিতে মিছিল, বিক্ষোভ সবকিছু হয়েছে। সরকার পতনের পর থেকে দেশের বাইরে ছিলেন পাপন। পদত্যাগ করতেও রাজি ছিলেন। পাপন ছাড়াও বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশন্সের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়াও সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববিও পদ ছেড়েছেন। নতুন গঠিত অন্তর্বর্তীকালীন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। সেই সাথে দেশের ক্রিকেট অঙ্গনের জনপ্রিয় মুখ, নামী কোচ এবং সংগঠক নাজমুল আবেদীন ফাহিম বোর্ডের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। ফাহিমকে দেওয়া হয়েছে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব। নতুন বোর্ডের অধীনেই দেশের সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম চলবে। ২০১২ সাল থেকে বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ প্রায় এক যুগে ক্রিকেটের অভিভাবক হয়ে উঠেছিলেন তিনি। সর্বশেষ সরকারের মেয়াদে হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রীও। তবে সরকার পতনের ফলে মন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যের পদও হারিয়েছেন পাপন। বুধবার বিসিবির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন পাপন।