আবদুল্লাহ শফিককে যে পরিকল্পনা করে আউট করেছেন তাসকিন

স্পোটস ডেষ্ক ঃ দেড় বছরÍঅনেক কম সময়। প্রায় দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম ওভারটাই করেছেন তাসকিন আহমেদ। প্রথম বলটা দিলেন অফ স্টাম্পের বাইরে, দ্বিতীয় বলটাও তা–ই। তৃতীয় ডেলিভারিটি সিম মুভমেন্ট করে বেরিয়ে যাওয়া, চতুর্থটি আবার বাইরে। পঞ্চম ডেলিভারিটি তো অফ স্টাম্পের অনেকটাই বাইরে দিলেন তাসকিন।
বলগুলো ভালোই হয়েছিল। কিন্তু এই পাঁচটি বল দেখে অনেকেই হয়তো ভাবতে শুরু করেছিলেন উইকেট নেওয়ার ডেলিভারি করতে বেশ অনেকটা সময় লাগবে তাসকিনের। এত দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা বলে কথা!
পাকিস্তানের প্রথম ইনিংসে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন পাকিস্তানের প্রথম ইনিংসে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন
কিন্তু তাসকিন যে ওই পাঁচটি বল পরিকল্পনা অনুযায়ীই করেছেন, সেটা তখন কে জানত! দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, পরিকল্পনা করেই আবদুল্লাহ শফিককে আউট করেছেন।
কী ছিল সেই পরিকল্পনা, সেটা শোনা যাক তাসকিনের মুখেই, ‘এটা (শফিকের উইকেট) আসলে অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি পাঁচটা বল বাইরে নিয়ে, পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এ রকম করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়তো আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’