খেলাধুলা

সাকিবের শূন্যতা পূরণ করার চ্যালেঞ্জ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান না খেললে একজন বাড়তি ব্যাটার কিংবা বাড়তি বোলার নিয়ে খেলতে হয়। অনেক বছর থেকেই এই চর্চা বাংলাদেশের ক্রিকেটে। আগে তা মাঝেমধ্যে হলেও এখন এটা হবে নিয়মিত। এরমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই অলরাউন্ডার। ভারত সিরিজে তাই সাকিবের শূন্যতা পূরণও বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য। টেস্ট সিরিজে ভরাডুবির পর গোয়ালিয়রে আজ রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগে গতকাল শনিবার তাওহীদ হৃদয়ের সংবাদ সম্মেলনে একাধিকবারই উঠে এলো সাকিবের প্রসঙ্গ। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন তা জানতে চাওয়া হয় এই তরুণের কাছে। উত্তরে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’ সাকিবকে ছাড়াই এই সিরিজে ভালো করার প্রত্যয় দেখান এই তরুণ, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’ টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করতে পারবেন বলেই বিশ্বাস করেন হৃদয়, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’ গোয়ালিয়রে কখনো খেলার অভিজ্ঞতা না থাকলেও গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিজেদের পরিকল্পনা সাজাবেন বলে জানান তিনি, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করেছি। এখানে উইকেট স্লো এবং লো। আমরা এখানে গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং এখানে কিছু ঘরোয়া ম্যাচ খেলা হয়েছে। এটি একটি ধীর উইকেট হবে তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button