খেলাধুলা

এবার দিল্লি ক্যাপিটালসে দায়িত্ব পেলেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক : ২০২২ থেকে ২০২৪ আসর পর্যন্ত টানা তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক হয়েই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। শিরোপা জয়ের মিশনে বারবার ব্যর্থ হওয়ায় ২০২৫ আসরের প্রোটিয়া ব্যাটারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ভাগ্যান্বেষণে নতুন করে আইপিএল ড্রাফটে নাম দেন ডু প্লেসি। এরপর গেল নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ৪০ বছর বয়সী তারকাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। রাজধানীর দলে এসে অবশেষে নতুন দায়িত্বও পেয়ে গেছেন ডু প্লেসি। অধিনায়ক অক্ষর প্যাটেলের সহকারী হিসেবে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। গতকাল সোমবার ডু প্লেসিকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটি তাদের সোস্যাল মিডিয়া একাউন্টসে ডু প্লেসির একটি ভিডিও পোস্ট করে। পোস্টে প্রোটিয়া তারকাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে, হ্যাঁ, আমি বাসায় আছি। আর কোথায়ই বা থাকবো? এটা সত্যি, আমি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক এবং আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। দিল্লি দারুণ, দলের ছেলেরা অসাধারণ, সত্যিই ভালো লাগছে এবং আমি সম্পূর্ণ প্রস্তুত।’ বেঙ্গালুরুতে গেল ৩ মৌসুমে মোট ৪২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। এর মধ্যে সমান ২১টি করে জয় ও হার রয়েছে। তার অধীনে দুইবার প্লে-অফে উঠেছিল বেঙ্গালুুরু। দু’বারই ইলিমিনেটর থেকে বাদ পড়েছে। আইপিএলে সর্বশেষ ৫ মৌসুমে ৭৪ ইনিংসে মোট ২৭১৮ রান করেছেন প্রোটিয়া অভিজ্ঞ ব্যাটার। আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএলের ১৮তম আসর। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৪ মার্চ, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এখন পর্যন্ত শিরোপা না জেতা পাঞ্চাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তৃতীয় ফ্র্যাঞ্জাইজি হলো দিল্লি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button