খেলাধুলা

শঙ্কার মুখে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। এরই মধ্যে আইপিএল নতুন করে শুরুর তারিখ ১৭ মে জানিয়ে দেওয়া হয়েছে। আবার মাঠে গড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পিএসএলও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি পাকিস্তানে বাকি খেলাগুলো আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে স্থগিত হওয়া এই লিগের এখনও আটটি খেলা বাকি আছে এবং পিসিবি, সেই সাথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যত তাড়াতাড়ি সম্ভব মৌসুম শেষ করতে আগ্রহী। পিএসএল সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা। জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ফিরে আসার সম্ভাবনা কম। যার প্রভাব পড়বে স্কোয়াডগুলোতে। কিছু ফ্র্যাঞ্চাইজি অন্যদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের পুনরায় যোগদানের বিষয়ে বেশি আত্মবিশ^াসী। এমনকি পিসিবি রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথাও ভাবছে। যদিও সেই ড্রাফটে ভালোমানের খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় আছে। বেশ কয়েকজন স্টেকহোল্ডার বলেছেন যে, লিগ স্থগিত করার সময়কালের অস্থিরতার কারণে পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে মৌসুমের বাকি সময় বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, পিএসএল এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন বিকল্পের মধ্য দিয়ে যায়। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার পর পিসিবি প্রথমে করাচিতে টুর্নামেন্টটি স্থানান্তরের কথা ভেবেছিল, কিন্তু শুক্রবার সকালে ঘোষণা করেছিল যে এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পরে, সেই দিনই আইপিএলও স্থগিত হওয়ার সাথে সাথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এদিকে পিএসএল নতুন করে মাঠে গড়ালে হুমকির মুখে পড়বে বাংলাদেশ সিরিজ। টুর্নামেন্ট শেষ করতে করতে যদি মে মাস পুরোটা লেগে যায়, তবে বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চয়তার দোলাচলে পড়ে যাবে। এখন পর্যন্ত এই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবি জানিয়েছে যে, তারা এই সফর নিয়ে সক্রিয় এবং দুই পক্ষের আলোচনা চলছে। তবে পিএসএল যদি মে মাসের শেষ দশদিন হয়, তবে বাংলাদেশ সিরিজের জন্য নতুন সূচি নির্ধারণ করতে হবে। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার কথা ২১ মে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button