খেলাধুলা

কতদিনের জন্য এনওসি পেলেন মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, এ খবর সবারই জানা। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মাঝে বাংলাদেশি এই পেসার কতদিন আইপিএলে খেলতে পারবেন, সেটি জানার কৌতুহলই ছিল সবার মাঝে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি এই পেসারকে আইপিএল খেলতে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) দেবে কি না তা নিয়েও ভক্তদের মধ্যে সন্দেহের অবকাশ ছিল। অবশেষে মোস্তাফিজকে নিয়ে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এনওসি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। অর্থাৎ সাতদিন টাইগার পেসার ভারতে থাকতে পারবেন। ভারতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে যেতে হবে মোস্তাফিজকে। ৭ দিন দিল্লির হয়ে খেলার পর পাকিস্তান সিরিজে যোগ দিতে হবে মোস্তাফিজকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ মে। অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আরব আমিরাতের সঙ্গে শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে না মোস্তাফিজের। বাকি সব ৬ ম্যাচই তিনি খেলবেন জাতীয় দলের হয়ে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button