খেলাধুলা

আগামীকাল বসছে বিসিবি সভা, আলোচনায় থাকছে যেসব বিষয়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল কাক্সিক্ষত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ৬ অক্টোবর। সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছিলেন। ইতোমধ্যে নতুন কমিটি একটি সভা করেছে, দ্বিতীয় সভায় থাকছে গত বিপিএলে ফিক্সিং ও আসন্ন আসর নিয়ে আলোচনা। বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত একজনসহ সবমিলিয়ে পরিচালক ২৪ জন। তাদের নিয়ে নতুন কমিটির দ্বিতীয় সভা হতে যাচ্ছে আগামীকাল রোববার। দুপুর ৩টা থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে কী কী আলোচনায় থাকছে, তা জানা গেছে। এবারের বোর্ড সভায় আলোচনার বড় বিষয় আসন্ন বিপিএল আয়োজন। কবে কীভাবে শুরু হবে বিপিএল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন সভায়। এ ছাড়া টেস্ট অধিনায়কত্ব নিয়েও ঘোষণা আসবে। শ্রীলঙ্কায় গত জুনে ফরম্যাটটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সিরিজ শেষেই আচমকা টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে ফরম্যাটটিতে আর খেলা ছিল না, ফলে নতুন অধিনায়কও ঘোষণা করা হয়নি। গত বিপিএলের অনেক অনিয়মের মাঝে নাক-কাটা যাওয়ার মতো ঘটনা ফিক্সিং। যা নিয়ে ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে বিসিবি। এই সভায় তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী উভয় দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা এবং আলোচনা হতে পারে জাতীয় দলের কোচিং স্টাফ প্রসঙ্গেও।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button