জাতীয় সংবাদ

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ

প্রবাহ রিপোর্ট : শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করা হয়েছে। বৈঠকে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার করার সুপারিশ এবং কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করার তাগিদ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম কমিটিকে অবহিত করা এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতা ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪’ যাচাই-বাছাই এবং দ্রুত চূড়ান্ত করে বিলটি পাশের জন্য সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, সংসদ সদস্য মো: মোতাহার হোসেন, আ, ফ,ম বাহাউদ্দিন, মোঃ আবদুল মজিদ, আহমদ হোসেন, মো:বিপ্লব হাসান, মো: আবদুল মালেক সরকার এবং মো: আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button