বিনোদন

জি-ফাইভের বাংলাদেশি কনটেন্ট দেখা যাবে বঙ্গতে

প্রবাহ বিনোদন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০১৯ সালের ৩ জুলাই বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল ভারতীয় প্ল্যাটফরম জি-ফাইভ। দেশের নির্মাতা-শিল্পীদের নিয়ে বেশ কিছু কনটেন্ট বানিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু প্রত্যাশানুরূপ সাড়া মেলেনি। অগত্যা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয় তারা। গত বছরের ১৫ জানুয়ারির পর বাংলাদেশ থেকে আর প্রবেশ করা যাচ্ছে না জি-ফাইভে। তবে জি-ফাইভের বাংলাদেশি কনটেন্ট দেখার নতুন এক দুয়ার খুলেছে। দেশের ডিজিটাল প্ল্যাটফরম বঙ্গতে পাওয়া যাবে কনটেন্টগুলো। যেটার শুরু হচ্ছে ১১ জুলাই, মোস্তফা সরয়ার ফারুকীর সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে। এরই মধ্যে বঙ্গ থেকে সিরিজটির ট্রেলার ছাড়া হয়েছে। চালানো হচ্ছে প্রচারণা। বিষয়টি নিয়ে বঙ্গর প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, “জি-ফাইভের সঙ্গে আমরা পরীক্ষামূলক একটা পার্টনারশিপ করেছি। আপাতত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে এর শুরুটা হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়া বিবেচনা করে দীর্ঘ মেয়াদে ভাবব।” বাংলাদেশ থেকে বন্ধ হলেও ভারত ও অন্যান্য দেশে সক্রিয় রয়েছে জি-ফাইভ। নিয়মিত মুক্তি পাচ্ছে ছবি-সিরিজ। তাই বাংলা ছাড়া অন্য ভাষার কনটেন্ট নিয়ে পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মুশফিকুর রহমান বলেন, ‘হিন্দি কনটেন্ট নিয়েও আমাদের ভাবনা আছে। তবে সেটা আনলেও বাংলায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button