বিনোদন

নতুন রেকর্ড গড়ল ‘উরাধুরা’

প্রবাহ বিনোদন: প্রকাশের পরই ইন্টারনেটে ঝড় তুলেছিল কোরবানির ঈদের ছবি ‘তুফান’-এর গান ‘লাগে উরাধুরা’। ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং তো বটেই, গ্লোবাল ট্রেন্ডিংয়েও উঠে আসে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গানটি। এবার গানটি ছাড়িয়ে গেল আরো বড় মাইলফলক। ইউটিউবে শুধু চরকির চ্যানেলেই দুই মাসে এর ভিউ ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি, যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে নতুন রেকর্ড। প্রতিবেদনটি লেখার সময় গানটির ভিউ ১০ কোটি ৫৬ লাখ। ভারতের এসভিএফ চ্যানেলে গানটির ভিউ তিন কোটি দশ লাখ। এর আগে কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ দুটি চ্যানেল মিলিয়ে দ্রুততম সময়ে (২৩ দিন) ১০ কোটি ভিউ পার করেছিল। তবে এক চ্যানেলে গানটির ভিউ এখন ৯ কোটি ৪০ লাখ। ‘লাগে উরাধুরা’র কোরাস অংশটি নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের ‘মরার কোকিল’-এর সুর থেকে। গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। পর্দায় পারফরম করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। সঙ্গে চমক হিসেবে হাজির হয়েছেন প্রীতম ও নির্মাতা রায়হান রাফী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button