বিনোদন

শিক্ষার্থীসহ সকল মানুষের মৃত্যুতে ব্যথিত শাওন

প্রবাহ বিনোদন: ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মৃত্যুও ব্যথিত করেছে এই অভিনেত্রী ও গায়িকাকে। এ কারণেই নানা বিষয় তুলে ধরে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। তার পোস্টে বোঝা যায় এই আন্দোলন ঘিরে সহিংসতা তাকে কতটা বিদ্ধ করেছে। যেমন, গতকাল শুক্রবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আট শিশুর একটি ছবি পোস্ট করেন। তারপর লেখেন, ‘দম বন্ধ লাগছে। জুলাই মাস আগে থেকেই আমার জন্য একটি বিষণœতার মাস ছিল। কিন্তু ২০২৪-এর জুলাইয়ের শেষ ১৩ দিন যেন সব কিছু ছাড়িয়ে গেল।’ তিনি আরো যুক্ত করে লেখেন, ৮ জোড়া নিষ্পাপ চোখ আমাকে ঘুমাতে দেয় না। রেসিডেনসিয়াল মডেল কলেজের ফারহান ফাইয়াজের পড়ার টেবিলের ছবি দেখে চোখ ঝাপসা হয়ে ওঠে। ছেলেটা নিষাদের চেয়ে মাত্র কয়েক মাসের বড় ছিল! তিনি গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বলেন, ফেসবুকে ঢুকলেই বাচ্চা বাচ্চা ছেলেদের টেনেহিঁচড়ে গ্রেপ্তারের দৃশ্য! আর সারাক্ষণ কানে বাজে একটা কণ্ঠ- ‘এই পানি লাগবে কারোর, পানি পানিৃ।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button