বিনোদন

সেন্সর প্রথা রাখার পক্ষে ইলিয়াস কাঞ্চন

প্রবাহ বিনোদন: শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ সংস্কার করছেন সংশ্লিষ্টরা। সিনেমা অঙ্গনের লোকজন চাইছেন সেন্সর বোর্ড প্রথা বাতিল করা হোক। এমন দাবি তুলেছেন শিল্পী নির্মাতা অনেকেই। তাদের মতে, সেন্সর বোর্ড দিয়েই আটকে দেয়া হচ্ছে স্বাধীন শিল্পচর্চা। সেন্সরের বদলে গ্রেডিং সার্টিফিকেশন সিস্টেম চালুর কথাও বলছেন অনেকে। তবে এ নিয়ে ভিন্ন মত পোষন করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি বলেন ‘সেন্সর প্রথা বাতিলের পক্ষে আমি বলব না। তবে সেন্সর বোর্ডে যারা থাকবেন তাদের মনমানসিকতা এবং যোগ্যতা দেখে যেন বসানো হয়।’ নতুন সরকারের কাছে সিনেমার উন্নয়ন, সংস্কার সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন ‘সিনেমার উন্নয়নের জন্য দেশের যেসব সিনেমাহল বন্ধ আছে এগুলো খুলতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। কারণ অনেক আগের হলগুলোর এত জীর্ণ দশা, এমন জায়গায় মানুষ সিনেমা দেখতে চায় না।’ সরকারি অনুদান প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শিল্পসম্মত সিনেমা বানাতে হলে এটা যদি ব্যবসায়িক না হয় তাহলে তো সেটা লস হবে। এ বিষয়ও মাথায় রাখতে হবে স্বাভাবিক সিনেমা বানাতে যা সবার কাছে পছন্দ হয়। শুধু শিল্পসম্মত নাম দিয়ে ইন্ডাস্ট্রিকে দাঁড় করা যাবে না।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button