বিনোদন

বন্যা মোকাবিলায় আসিফের আহ্বান

প্রবাহ বিনোদন: দেশে কয়েকদিনের বৃষ্টিপাতে ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন। গত বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ। ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানান মন্তব্য করেছেন। শেখ মামুন নামে একজন লিখেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোক সর্বসময়ে আমাদের। আহাদ সোহাইল লিখেছেন, আল্লাহ বাঁচাবে নিশ্চয়, লাভ ইউ বড় ভাইয়া। মনির খান লিখেছেন, ইনশাআল্লাহ। এই দেশ আমাদের। মোহাম্মদ সাহাবুদ্দিন শিহাব নামে আরেকজন লিখেছেন, আল্লাহতায়ালা এই ষড়যন্ত্রের বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুক। সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button