বিনোদন

ত্রাণ দেওয়া নিয়ে যে অনুরোধ করলেন রাফির

প্রবাহ বিনোদন: বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। অনেকেই বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় যাচ্ছেন। তবে এবারের বন্যায় শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে, ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয়। এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন, তার সামাজিক মানক্ষুণ্ণ হতে পারে। তবুও অনেকেই ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এতে অনেকেই সাহায্য নিচ্ছেন না। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। রায়হান রাফী গত শনিবার রাতে এক স্ট্যাটাস দেন। শুরুতে লিখে, ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ। এরপর এই নির্মাতা লেখেন, কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ। যেখানে লেখা, ভাই, প্রতিবছর কোরবানি ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে! ভাই, মাফ কইরা দেন আমাদের। আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন। মাফ কইরা দেন ভাই। রাফীর ফেসবুক পোস্টটির কমেন্ট বক্সে অনেকেই নিজেদের মতামত তুলে ধরেছেন। আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই। নেটিজেনদের অনেকে বলেছেন বন্যা কবলিত এলাকায়, কেউ কেউ ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। যা মোটেও সেখানকার পরিবেশ ভালো করছে না। এসব বন্ধ হওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button