বিনোদন

জুয়ার প্রচারণা করে সমালোচনার মুখে বুবলী

প্রবাহ বিনোদন: কিছুদিন আগেই নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গোপনে কক্সবাজারে অংশ নিয়েছেন এর শুটিংয়েও। এরমধ্যেই ফের সমালোচনার মুখে চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। সঙ্গে জানিয়েছেন, সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও। প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী।….একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।…শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না।….জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে।…যেখানে খেলা শুধু জেতার জন্য।’ সাধারণত বুবলী তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন। তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন। ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন নায়িকা। কেউ কেউ বলেন, বুবলীও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন! নাজমুন নাহার নামের একজন লিখেছেন,‘শেষমেশ বুবলিও কি জুয়ার প্রমোশন করল।’ ঢালিউডের জুয়ার অ্যাপের প্রচারণায় কোনো নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়। এর আগে নুসরাত ফারিয়া, পরীমণি, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে। জানা গেছে, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button