বিনোদন

বিসিসিএফ অ্যাওয়ার্ড পেলেন পারসা ইভানা

প্রবাহ বিনোদন: পরিচালক কাজল আরেফিন অমি পরিচালিত ‘শেষমেশ’ নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী পারস ইভানা। এ নাটকে অভিনয়ের জন্য বিসিসিএফ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পারসা ইভানা তার ফেসবুকে পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিচালক কাজল আরেফিন অমিকে অ্যাওয়ার্ডটি উৎসর্গ করতে চায় উল্লেখ করে পারসা লিখেছেন, ‘পরিশ্রমের ফল পাওয়া যায়, আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি এই পুরস্কার আমার পরিচালক কাজল আরেফিন ওম ভাইকে উৎসর্গ করতে চাই।’ এরপর তিনি বলেন, ‘এটি আমার সবচেয়ে প্রিয় নাটক ‘শেষমেশ’। প্রতিটা দৃশ্যের আড়ালে একটা গল্প থাকে, একদিন আপনাদের সবার সঙ্গে তা শেয়ার করবো। ধন্যবাদ আমার টিম বুম ফিল্ম, প্রিয় দর্শক ও ক্লাব ইলেভেন বিনোদনসহ বিসিসিএফকে।’ প্রসঙ্গত, পারসা ইভানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পাশাপাশি মডেলিংও করেছেন, বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অভিনয়ের জন্য তিনি সুনাম অর্জন করেছেন এবং তার কিছু কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রসঙ্গত, পারসা ইভানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পাশাপাশি মডেলিংও করেছেন, বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অভিনয়ের জন্য তিনি সুনাম অর্জন করেছেন এবং তার কিছু কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button