বিনোদন

গ্রামীণ চরিত্রের গভীরতাই আমাকে আলোকিত করে: স্পর্শিয়া

প্রবাহ বিনোদন: তার অভিনয়ে গ্রামবাংলার সোঁদা মাটির গন্ধ মিশে থাকে। চুলে জমে থাকা রোদেলা বিকেলের আলো কিংবা কাদামাটির গায়ে গড়িয়ে পড়া শিশিরের মতো স্বতঃস্ফূর্ততায় ফুটে ওঠে তার চরিত্রগুলো। গ্ল্যামারকেন্দ্রিক মোহজাল ছিঁড়ে, অর্চিতা স্পর্শিয়া বরাবরই নিজের আলাদা পথ তৈরি করেছেন। তার ভাষায়, ‘আমি গ্রামীণ চরিত্র করতেই বেশি পছন্দ করি। কারণ এতে চ্যালেঞ্জ থাকে। ভারী মেকআপ থাকে না, অথচ চরিত্রের গভীরতাই আমাকে আলোকিত করে।’ অনেকেই জুটি বাঁধার প্রসঙ্গ টানেন, কিন্তু স্পর্শিয়ার ভাবনা একেবারেই ভিন্ন। ‘আমি কাজ করতে এসেছি। গল্প, চরিত্র, আর নির্মাতার প্রতি আমার বিশ্বাস থাকলে তবেই কাজ করি। কার সঙ্গে কাজ করছি, সেটি কখনোই মুখ্য নয়। গল্পের প্রয়োজনে আমি যে কোনো মানুষের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।’ চারপাশের কোলাহল থেকে দূরে, স্পর্শিয়া নিজেকে খুঁজে পান নিজের মধ্যেই। তার সহজ কথা, ‘আমি আমার ভিশন আর পরিকল্পনাকে গুরুত্ব দিই। অন্যের দিকে তাকালে নিজের মধ্যে ডিস্টার্ব ফিল হয়। তাই নিজের মধ্যেই থাকতে পছন্দ করি।’ দেশের বিনোদন জগৎ নিয়ে তার মন্তব্য, ‘আমাদের ইন্ডাস্ট্রি আসলে এখনো ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। একসময় মানসম্মত কাজ হলেও বর্তমানে এটি যথেষ্ট পিছিয়ে পড়েছে। সিনেমা হোক বা ওটিটি, কাজটি ভালো হতে হবে। আমি সবসময় চেষ্টা করি শ্রেষ্ঠটুকু দেওয়ার। যদিও সব কাজ সমান ভালো হয় না, তবু ব্যালেন্স করার চেষ্টা করি।’ ২০২২ সালের দুটি সিনেমা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আটকে গেছে। ‘কবে মুক্তি পাবে, আদৌ পাবে কি না, জানি না। তবে ভালো কাজের জন্য অপেক্ষায় আছি। নতুন একটি কাজ নিয়ে কথাও চলছে। শিগগির জানানো হবে।’ দীর্ঘ অভিনয় জীবনে স্পর্শিয়ার ঝুলিতে জমা হয়েছে বেশ কিছু জনপ্রিয় কাজ। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বন্ধন’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ ও ‘নবাব এলএলবি’। এসব কাজ তাকে একদিকে যেমন জনপ্রিয়তা এনে দিয়েছে, তেমনি প্রমাণ করেছে তার অভিনয়ের গভীরতা। ওটিটির জগতে তার কাজগুলোও দারুণ প্রশংসিত। ‘আবাসিক হোটেল’, ‘পাঁচ ফোড়ন’, এবং ‘বউ ডাইরিজ (টু-লেট)’ তাকে এনে দিয়েছে নতুন মাত্রা। বিশেষ করে তার চরিত্রের বাস্তবিক উপস্থাপনা দর্শকের মনজয় করেছে। স্পর্শিয়ার চরিত্রগুলো যেন মাটির ঘ্রাণে ভরা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কৃষাণীর হাসি, কিংবা ঝড়-বৃষ্টিতে ভেজা কোনো মেয়ে—সব চরিত্রেই স্পর্শিয়া এক নতুন রূপে ধরা দেন। তার অভিনয়ের গভীরতা, তার চাহনির সরলতা—সবকিছুই দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। স্পর্শিয়া এমন এক শিল্পী, যিনি গল্পের প্রতি নিজের সত্তা নিবেদন করেন। তার অভিনয় শুধু চরিত্রের ভেতর আটকে থাকে না, বরং তা হয়ে ওঠে জীবনের গভীর গল্পের অংশ। গ্রামীণ জীবনের সাদামাটা সৌন্দর্য থেকে শুরু করে আধুনিক চেতনার গভীরতম অনুভূতি—সবখানেই তার শিল্পীর হাতছানি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button